ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জালটাকা চক্রের হোতাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
রাজধানীতে জালটাকা চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং জালটাকা কারবারি চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

তারা হলেন- মূলহোতা আবুল কালাম সরদার (৩৮) ও জনি সিকদার ওরফে ফাহিম (৩৩)।

শুক্রবার (২ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে কাফরুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৮৭ হাজার টাকার জালনোট, ১টি ভুয়া নিয়োগপত্র, ৩টি মোবাইল ফোন ও নগদ ২৭ হাজার ২৯৭ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গ্রেফতার আবুল কালাম সরদার ও জনি সিকদার একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে লোকজনকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন অংকের টাকা আত্মসাৎ করছিলেন।

তিনি আরও জানান, পাশাপাশি তারা জাল টাকা উৎপাদন ও বিতরণের মতো কার্যক্রমও চালাতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।