ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ট্রাক উল্টে শ্রমিক নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
পাথরঘাটায় ট্রাক উল্টে শ্রমিক নিহত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে দুর্ঘটনায় আবু জাফর হাওলাদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবু জাফর একই রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর এলাকার তাহের হাওলাদারের ছেলে।

নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

প্রতক্ষ্যদর্শী জাকির হোসেন জানান, পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে নাচনাপাড়া ইউনিয়নের বাইনতলা এলাকায় সড়কে দাঁড়িয়ে একটি ট্রাক গাছ বোঝাই করছিল। এ সময় সেখানে আরেকটি গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের ওপর থাকা শ্রমিক আবু জাফর গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহত জাফরকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছি। এছাড়াও সড়কে দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় ট্রাকে গাছ বোঝাইয়ের অভিযোগ পাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।