ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
তেঁতুলিয়ায় ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকচাপায় রাজন (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নিহত শিশু রাজন একই এলাকার হবিবর রহমানের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চরকডাঙ্গী গ্রামের বাড়ি থেকে বেশ দূরে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল রাজন। এদিকে একটি ট্রাক্টর পাশের একটি জমি থেকে মাটি লোড করে নিয়ে যাচ্ছিল। এ সময় খেলতে থাকা শিশুদের বল ট্রাক্টরের সামনে চলে আসে। এ সময় বলটি নিতে ট্রাক্টরের সামনে এলে চাপা পড়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়।  

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেক ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।