ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ধান কাটার যন্ত্রের নিচে চাপা পড়ে শিশুর  মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
মাধবপুরে ধান কাটার যন্ত্রের নিচে চাপা পড়ে শিশুর  মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধান কাটার যন্ত্রের (কম্বাইন্ড হারভেস্টার) নিচে চাপা পড়ে শামীম মিয়া (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
 
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শামীম মীরনগর গ্রামের আবুল কালামের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম পার্শ্ববর্তী এলাকা থেকে একটি কম্বাইন্ড হারভেস্টার ভাড়া করে মাধবপুরে এনেছিলেন। রোববার যন্ত্রটির চালক ধান কাটছিলেন। এসময় আবুল কালামের সঙ্গে তার ছেলে শামীমও সেখানে উপস্থিত ছিল। চালক মেশিনটি পেছনের দিকে চালানোর সময় শিশুটি এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
 
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শুভ দাশ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।