ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জ সদরে বিএনপির আরও ৩ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
না.গঞ্জ সদরে বিএনপির আরও ৩ নেতাকর্মী গ্রেফতার গ্রেফতার: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সদর মডেল থানায় বিএনপি-ছাত্রদলের আরও ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুনানি শেষে আদালত তাদের রিমান্ড নামঞ্জুর করেছেন।

গ্রেফতাররা হলেন- মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হামিদুর রহমান সুমন, বিএনপি কর্মী সুলতান ও সোহেল।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, শহরে নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০ জনকে আসামী করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জ সদর থানায় বিএনপির ৯৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ফেরদৌস বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।

গত ১ ডিসেম্বর বিএনপির ৪ জন ও ২ ডিসেম্বর ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে সদর থানায় তিনদিনে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।