ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে ৩ ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
সিরাজদিখানে ৩ ইটভাটাকে জরিমানা ছবি: বাংলানিউজ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ ইটভাটা মালিককে ১ লাখ করে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (০৪ ডিসেম্বর)  দুপুরে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী ও বালুচর ইউনিয়নের কয়রাখোল গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার।  

তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করায় রামকৃষ্ণদী গ্রামের খাজা ব্রিকস ও সাজিদ ব্রিকসকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া কয়রাখোলা গ্রামের এবিসি ব্রিকসকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাদের সবাইকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন মেনে চলতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।