ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বন্দরে একই দিনে স্বামী-স্ত্রী নিখোঁজ, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
বন্দরে একই দিনে স্বামী-স্ত্রী নিখোঁজ, থানায় জিডি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে একই দিনে এক দম্পতি নিখোঁজ হয়েছেন। তারা হলেন ছনিয়া আক্তার (২৪) ও মাছুদ মোল্লা (৩৩)।

 

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে নিখোঁজ ছনিয়া আক্তারের মা রেহেনা বেগম বন্দর থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন।

এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকা থেকে উল্লেখিত দম্পতি নিখোঁজ হয়।

নিখোঁজরা হলেন- ছনিয়া আক্তার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার মেয়ে। অপর নিখোঁজ স্বামী মাছুদ মোল্লা সোনাগাঁ থানার জামপুর ইউনিয়নের নগরকান্দা এলাকার বাসিন্দা।

জিডি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় মাছুদ মোল্লা ও তার স্ত্রী ছনিয়া আক্তার বাড়ির কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশ জিডি পেয়ে নিখোঁজদের উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।