ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে হত্যা মামলার দুই আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
শিবচরে হত্যা মামলার দুই আসামি আটক আটক ২ আসামি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের চরশ্যামাইল গ্রামে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দিনমজুর দাদন চোকদারকে হত্যা মামলার আরও ২ আসামিকে আটক করেছে মাদারীপুর র‌্যাব।  

রোববার(৪ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে র‌্যাব।

 
আটককরা হলেন-শিবচর পৌরসভার চরশ্যামাইল গ্রামের আনোয়ার শেখের ছেলে রাকিব শেখ এবং হালিম শেখের ছেলে মো.সাগর শেখ।

রোববার রাতে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ২৩ নভেম্বর শিবচর উপজেলার পূর্ব শ্যামাইল গ্রামের ৮ নং ওয়ার্ডে বাড়ির সামনের পাকা রাস্তার উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত আদম চোকদারের ছেলে দাদন চোকদারকে হত্যা করে। এ সময় তার এক পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে আসামিরা।

এ ঘটনায় নিহত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার আসামিরা দেশের বিভিন্ন স্থানে পলাতক থাকে। প্রায় ১ বছর পলাতক থাকার পর রোববার বিকেলে মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আনোয়ার হোসেন  বলেন, দাদন চোকদার হত্যাকাণ্ড আমাদের কাছে একটি পরিকল্পিত মনে হয়েছে। আমরা বেশ কয়েকজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। র‌্যাব আরো ২ আসামিকে আটক করে। তাদের সন্ধ্যার দিকে শিবচর থানায় সোপর্দ করে। বর্তমানে মামলাটি সিআইডির হাতে রয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে দীর্ঘ ১ বছর পলাতক অবস্থায় থাকে। ঘটনাটি র‌্যাবের নজরে আসলে আমরা অভিযান পরিচালনা করে ২ আসামিকে আটক করে।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।