ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

ঢাকা: ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ০২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, ভারতের কাছাকাছি। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।

তবে যতটুকু জানা গেছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।