ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাসুরের ছুরিকাঘাতে প্রাণ হারালেন বৃদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ভাসুরের ছুরিকাঘাতে প্রাণ হারালেন বৃদ্ধা নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে ভাসুরের ছুরিকাঘাতে পারভীন বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

এ ঘটনায় ভাসুর তারা সরকারকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণসূতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম ওই গ্রামের চাঁদ আলী সরকার স্ত্রী।  

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি ঘটনার সালিশি বৈঠকে মীমাংসা শেষে পারভীন বেগমকে ছুরিকাঘাত করে তার ভাসুর তার সরকার। এতে পারভীন গুরুতর আহত হন। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তারা সরকারকে আটক করা হয়েছে।

নিহত পারভীনের পুত্রবধূ খুশি খাতুন বলেন, পারিবারিক একটি ঘটনার মীমাংসার জন্য মঙ্গলবার সালিশি বৈঠক বসে। এতে উভয়পক্ষের সমঝোতাও হয়। কিন্তু বৈঠক শেষে আচমকা আমার বড় চাচা শ্বশুর তারা সরকার একটি ধারালো ছুরি দিয়ে পারভীন বেগমের বুকে আঘাত করে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।