ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কম্বল নিয়ে বেদে পল্লীতে রংপুরের ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
কম্বল নিয়ে বেদে পল্লীতে রংপুরের ডিসি

রংপুর: উত্তরবঙ্গে শীতের তীব্রতা বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনির ভেতরে বসবাস করা বেদে সম্প্রদায়ের লোকজন।  

সেই বেদে পল্লীর শীতার্তদের পাশে দাঁড়ালেন রংপুর জেলা প্রশাসক (ডিসি) ড. চিত্রলেখা নাজনীন।

তাদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন তিনি।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত আটটার সময় রংপুরের দমদমা ব্রিজের পাশে ভাসমান বেদে পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন ডিসি ড. চিত্রলেখা নাজনীন।  

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, উত্তরে শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল পর্যায়ের মানুষেরা কষ্টে দিনযাপন করছেন। তাদের পাশে এখনই দাঁড়ানোর সময়। বেদেদের মতো এরকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র প্রদান করা হবে।  

এসময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।