ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
খিলগাঁওয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ঢাকা: রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে মনি বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, প্রাথমিকভাবে জানতে পারি বিভিন্ন কারণে পারিবারিক কলহে তার স্বামী হায়দার ব্যাপারী ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে। এ ঘটনার পর পরই নিহতের স্বামী স্বামী হায়দার ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রংমিস্ত্রি কাজ করেন।

তিনি আরও জানান, নিহত নারী তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে খিলগাঁও উত্তর গোড়ান শিকদার বাড়ির নিচ তলায় ভাড়া থাকতো। বুধবার সকালে দুই সন্তানের অনুপস্থিতে পারিবারিক কারণে ঝগড়ার এক পর্যায় স্বামী হায়দার ব্যাপারী তার স্ত্রী মনিকে শ্বাসরোধে হত্যা করে।  

নিহত নারীর এক ছেলে এক মেয়ে আছে। ঘটনার সময় তারা কর্মস্থলে ছিল।

ওসি ফারুকুল আলম জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। নিহত নারী মাদারীপুর রাজৈর উপজেলার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।