ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোনো কাজ নেই, মেট্রোরেলে ঘুরতে যাচ্ছি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
কোনো কাজ নেই, মেট্রোরেলে ঘুরতে যাচ্ছি! ছবি: জিএম মুজিবুর

ঢাকা: স্বপ্নের মেট্রোরেলে প্রথমবারের মতো যাত্রা করতে উত্তরা দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সব স্তরের যাত্রীরা আজ এ স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে ভ্রমণের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন।

কেউ আবার প্রথমবারের মতো মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিতে ভ্রমণ করছেন। এমনই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজরিয়া।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে কথা হয় তাজরিয়ার সঙ্গে। তিনি বলেন, আজকের দিনটার জন্য আমরা অনেক আনন্দিত। পরিবারের সবাই মিলে এসেছি। একদম ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টিকিট পেয়েছি। আমরা উত্তরা যাবো। আমাদের কোনো কাজ নেই, ঘুরতে যাচ্ছি।  

শেওড়াপাড়া থেকে আসা তাজরিয়া বলেন, বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়েছে প্রথম দিন তাই খুব এক্সাইটেড। আজকে মূলত পরিবার নিয়ে ঘুরতে আসা।  

বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজিতে পড়া বাসনীন বলেন, পরিবারের সবাই প্রথমবার মেট্রোরেলে চড়তে এসেছি। সবাই মিলে ঘুরতে এলাম, ভালো লাগছে। আজকে আসা ও টিকিট পাওয়াটা সৌভাগ্যের।

তাজরিয়ার মা বলেন, দেশের বাইরে মেট্রোরেলে ঘুরেছি কিন্তু নিজের দেশের মেট্রোরেলে উঠবো এটি ভিন্ন অনুভূতি, খুব ভালো লাগছে।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।