ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর পৌরসেবার বেহাল দশায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
সৈয়দপুর পৌরসেবার বেহাল দশায় মানববন্ধন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নাগরিক সেবার বেহাল দশার অভিযোগ তুলে শহরের চারটি পয়েন্টে মানববন্ধন হয়েছে।  

পয়েন্গুলো হলো সৈয়দপুর প্রেসক্লাব, বিজলী মোড়, শহীদ ডা. হিকরুল হক সড়কের মুক্তিযোদ্ধা সংসদের সামনে ও পাঁচমাথা মোড়।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আহ্বান করে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি সৈয়দপুর উপজেলা শাখা।
সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার, যুবমৈত্রীর সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ওবায়দুর রহমান, ছাত্রমৈত্রীর সৈয়দপুর শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান তনুজ প্রমুখ।
বক্তারা বলেন, বাণিজ্যিক শহর সৈয়দপুরের সব ধরনের উন্নয়ন থেমে আছে। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও তৃতীয় শ্রেণীর নাগরিক সেবাও পাচ্ছে না পৌরসভার মানুষ। পৌরসভার প্রতিটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অবিলম্বে পৌর নাগরিকদের সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।  

এ ব্যাপারে পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বলেন, পৌরসভার উন্নয়ন কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।