ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পোলিং এজেন্টের ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
নোয়াখালীতে পোলিং এজেন্টের ৬ মাসের কারাদণ্ড

নোয়াখালী: নোয়খালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সুমি আক্তার (২৬) নামে এক নারী পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাই স্কুল কেন্দ্রে ওই নারীকে এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সুমি আক্তার উপজেলার শিবপুর গ্রামের মনির চেয়ারম্যান বাড়ির রিয়াজ আহম্মেদের স্ত্রী।

প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া বাংলানিউজকে জানান, ওই বিদ্যালয়ে দায়িত্বে থাকা পোলিং এজেন্ট সুমি আক্তারকে কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম এ সাজা দেন।

অপরদিকে, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার মো. আলী হোসেনকে (৪৮) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচন চলাকালীন সময়ে তাদের প্রিসাইডিং অফিসারের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম জানান, ভোটগ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম দুইজনকে সাজা দিয়েচেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।