ভোলা: অবশেষে সাত দিন চেষ্টার পর উদ্ধার হলো ভোলার মেঘনায় ডুবে যাওয়া কার্গো জাহাজ সাগর নন্দিনী-২।
রোববার (০১ জানুয়ারি) সকালে জাহাজটি উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মো. আবুল সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশা এবং জোয়ার ভাটার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটলেও এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিকেলের মধ্যে উদ্ধার অভিযান শেষ হবে এবং ডকইয়ার্ডে পাঠানো হবে কার্গোটি।
কোস্টগার্ডের জোনাল ক্যাপ্টেন সায়েদ সাত্তার জানান, জাহাজের নিরাপত্তা এবং পরিবেশ দুষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের টিম সার্বক্ষণিক কাজ করছে।
গত রোববার (২৫ ডিসেম্বর) ১১ লাখ ৫০ হাজার লিটার ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার পথে ভোলার মেঘনার তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় জাজাজটি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
আরএ