ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেইপিজেড পরিদর্শনে জার্মান-কোরিয়ার রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
কেইপিজেড পরিদর্শনে জার্মান-কোরিয়ার রাষ্ট্রদূত

ঢাকা: চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন-কেইপিজেড এলাকায় জার্মান কোম্পানি স্ট্রাসের কম্পাউন্ড পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার ও কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।  

রোববার (৮ জানুয়ারি) ঢাকার কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।

কেইপিজেড এলাকায় দুই রাষ্ট্রদূত সদ্য উদ্বোধন হওয়া জার্মান কোম্পানি স্ট্রাস কারখানা এবং অন্যান্য সুবিধাগুলি ঘুরে দেখেন।  

বিখ্যাত জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানি স্ট্রাস আনুষ্ঠানিকভাবে গত বছরের ২৪ অক্টোবর কেইপিজেডের অভ্যন্তরে ফ্যাক্টরি খোলে। বর্তমানে চট্টগ্রামে তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে সেলস এবং মার্কেটিং পর্যন্ত প্রায় ২শ জন কর্মী কর্মরত আছেন।

এছাড়া কেইপিজেড সফলভাবে ২২ মেগাওয়াট ক্ষমতার দেশের বৃহত্তম একক ছাদ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি সফলভাবে পরিচালনা করছে যা শুধুমাত্র জোনের বিদ্যুতের প্রয়োজনে স্বয়ংসম্পূর্ণ নয় বরং বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গেও অন্তর্ভুক্ত। কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে ২০২১ সালের জুনে কেইপিজেডের ছাদ সোলার প্যানেল প্ল্যান্টের উদ্বোধন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত লি জ্যাং আরও বলেন, কেইপিজেডের আইসিটি জোন পরিকল্পনা অনুযায়ী ভালোভাবে চলছে। আইসিটি জোন যা, গত বছরের এপ্রিল থেকে নির্মাণকাজ শুরু করে। এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি জোনের দুটি কারখানা ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে।  

কেইপিজেডের তথ্যানুযায়ী বর্তমানে ৪৩টি কারখানায় ২২ হাজার কর্মী কর্মরত রয়েছে। বাকি ৮টি কারখানা নির্মাণাধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
টিআর/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।