ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা সদরের চিকনমাটির সাহাপাড়ায় স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই দিন সকাল ৭টায় হাওয়া বেগমের স্বামী ব্যবসায়ী শাহিদ আলী প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয় বাসিন্দা সমর সাহা জানান, সকালে শাহিদ আলী প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। পরে স্বজন ও প্রতিবেশীরা তার জানাজার জন্য মরদেহের গোসল করানোর সময় স্ত্রী হাওয়া বেগম কান্নাকাটি করা অবস্থায় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান। ৫ ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।