ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাজিরায় বেড়েছে চুরি, শ্রমিক লীগের বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
জাজিরায় বেড়েছে চুরি, শ্রমিক লীগের বিক্ষোভ 

শরীয়তপুর: সম্প্রতি শরীয়তপুরের জাজিরা উপজেলায় অটোরিকশা-ভ্যান চুরি বাড়ার প্রতিবাদে ও চুরি বন্ধে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক লীগ।  

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার লাউখোলা বাজারে এ সমাবেশ হয়।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবরের নেতৃত্বে সমাবেশে উপজেলার শতাধিক অটোরিকশা-ভ্যান শ্রমিকরা অংশগ্রহণ করেন।

মূলনা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল জলিল মাদবরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শাহজাহান সরদার, সহ-সভাপতি মফিজ মল্লিক, সমাজসেবক সোহেল সরদার, মূলনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আফজাল সরদার ও সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার।

এ সময় বক্তারা সম্প্রতি জাজিরা উপজেলায় অটোরিকশা-ভ্যান চুরি ভয়াবহ আকারে বেড়ে যাওয়ায় প্রতিবাদ করে তা বন্ধের লক্ষ্যে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান উপজেলা শ্রমিকলীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।