ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
চরফ্যাশনে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত প্রতীকী ছবি

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার বিআরডিবি সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় রিয়াজ (২৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রিয়াজ উপজেলার মাদরাসা ইউনিয়নের চরনাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন কুমার সাহা জানান, দক্ষিণ আইচা থেকে একটি রিকশা চরফ্যাশনের দিকে আসছিল। এ সময় একটি ট্রাক পেছন থেকে এসে

রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক রিয়াজ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।