ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ জানুয়ারি) এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালে হাওলাদার, বিল্লাল, আবু হানিফ, মো. ইউসুফ প্রমুখ।

আটকের সময় তাদের কাছ থেকে একটি গাড়ির নম্বর প্লেট, ২টি শ্যাওলা কালারের ডিবি পুলিশের কটি জ্যাকেট, ২টি জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ১টি পুরাতন অকেজো ওয়াকিটকি, ১টি কালো রঙয়ের খেলনা পিস্তল, ১টি আর্মি পোষাক সদৃশ্য কটি জ্যাকেট, ২টি লোহা/স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।