ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তুরস্কে ভবনে আটকে পড়েছেন বগুড়ার রিংকু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
তুরস্কে ভবনে আটকে পড়েছেন বগুড়ার রিংকু

ঢাকা: তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশি শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু সেখানকার একটি ভবনে আটকা পড়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ইস্তানবুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম জানিয়েছেন, কাহরামানমারাস সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ভবনে আটকা পড়েছেন শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু। তাকে এখনও উদ্ধার সম্ভব হয়নি। আরেক শিক্ষার্থী নূরে আলমকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তুরস্কের কাহরামানমারাস প্রদেশের আজাজ শহরের ওই ভবনে বাংলাদেশি শিক্ষার্থী নূরে আলম ও গোলাম সাঈদ রিংকু থাকতেন। তাদের ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া শিক্ষার্থী রিংকুর বাড়ি বগুড়া জেলায়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে ভয়াবহ ভূমিকম্প হয়। এতে দুই দেশে বহু মানুষ হতাহত হয়েছেন। এখনও উদ্ধারকাজ চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।