ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুস্টারসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুস্টারসহ আটক ৫

ঢাকা: রাজধানীর বংশালে অভিযান চালিয়ে অবৈধ মোবাইল নেটওয়ার্ক সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) র‍্যাব-১০ ও বিটিআরসির সমন্বয়ে বংশালে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ইউনুছ আলী (৩২), সোহেল হোসেন (২৩), হৃদয় (২২), সাফওয়ান (২৩) ও আসলাম (৪১)।

এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, একটি মোবাইল জিএসএম থ্রিজি ইয়োলো রিপিটার, একটি জিএসএম এমএইচজেড রিপিটার, ছয়টি ইনডোর অ্যান্টেনা, পাঁচটি আউটডোর অ্যান্টেনা, ছয়টি মোবাইল ফোন ও নগদ চার হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, আটকরা বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুস্টার অ্যান্ড রিপিটার কারবারি চক্রের সক্রিয় সদস্য।  

তারা বেশ কিছুদিন ধরে এসব বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুস্টার অ্যান্ড রিপিটারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি বিভিন্ন অপরাধ চক্রের কাছে বিক্রয় করে আসছিল বলেও জানান তিনি।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।