ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ফসলি জমির মাটি কাটার দায়ে ট্রাক-ট্রলি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ফরিদপুরে ফসলি জমির মাটি কাটার দায়ে ট্রাক-ট্রলি জব্দ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে মাটি বহনকারী একটি ট্রাক ও ট্রলি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শিবপুর গ্রাম থেকে মাটি বহন করা গাড়ি দুটি জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের হাশেম শেখের ফসলি জমির মাটি ইটভাটায় ও বিভিন্ন স্থানে নেওয়ার জন্য ঘটনাস্থলে যায় গাড়ি দুটি, খবর পেয়ে সেখানে গিয়ে ওই গাড়ি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। সে লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে আমরা আসার আগে ঘটনাস্থল থেকে ভেকু ও ট্রলির চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ার কারণে মাটি বহন দুইটি গাড়ি জব্দ করা হয়। মাটি বহন গাড়ি দুটি উপজেলায় রয়েছে। এর পর থেকে প্রতিনিয়ত এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।