ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারে ফেনসিডিল, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
প্রাইভেটকারে ফেনসিডিল, গ্রেফতার ৬ জব্দ করা ফেনসিডিল

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ফেনসিডিলসহ ছয় মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) শিয়া মসজিদের সামনে ও পিসি কালচার হাউজিং সোসাইটির ২নং গেটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শরিফুল ইসলাম, আব্দুল মান্নান পলাশ, ওমর ওরফে ফারুক, সুভাষ কুমার, আজিজুল হক ওরফে গেদু ও সায়েম।

এ সময় তাদের কাছ থেকে ১৪৮ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বলেন, গ্রেফতাররা সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।