ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক সংসদ সদস্য রেজা আলী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
সাবেক সংসদ সদস্য রেজা আলী আর নেই

ময়মনসিংহ: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট রেজা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ ফেব্রুযারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৮২ বছর।  
 
অ্যাডভোকেট রেজা আলীর ছেলে মিরান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ঢাকায় আনার পর বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিনে বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। এছাড়াও বৃহস্পতিবার ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন বাদ আসর ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।    

প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রেজা আলী।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।