ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাফিক পুলিশের ওপর হামলা: ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ট্রাফিক পুলিশের ওপর হামলা: ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানকালে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- জহির উদ্দিন (৫৫), মহিউদ্দিন (৫০), সোহেল হোসেন (৩৫), ইছমাইল হোসেন (৩৫), মোশারেফ হোসেন (৩১), মো. কামাল মোল্লা (৫০), সোহাগ হোসেন (২৮), জিয়াউর রহমান বাবু (৩১), বেলাল হোসেন (৪৭), মিরাজ হোসেন (২১) ও শিপন হোসেন (২৬)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আদালতে তাদের তোলা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

এদিন সকালে ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে ৯০ জনকে আসামি করে সদর থানায় এ মামলা দায়ের করেন। এতে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়।  

বুধবার (১৫) রাতে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বাংলানিউজকে বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

উল্লেখ্য, সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে বুধবার সকাল থেকে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় জেলা শহরের বাড়বাড়ী এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে ট্রাফিক পুলিশ। এ ঘটনার জের ধরে দুপুরে অটোরিকশা চালকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে ট্রাফিক পুলিশ সার্জেন্ট বড়ুয়া, কনস্টেবল ছোটন ভট্টাচার্য ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ মিয়া। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অটোরিকশা চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করে।  

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।