ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ৬০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আশুলিয়ায় ৬০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় ২ কিলোমিটার এলাকার প্রায় ৬০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার উত্তর চারাবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার।

 

এ অভিযানে সহায়তা করছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম ও তার কারিগরি দল।

আবু সাদাৎ মো. সায়েম বাংলানিউজকে বলেন, চারাবাগ এলাকার প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ৬০০ বাড়িতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এছাড়া ৬টি মামলা করা হয়েছে। আগামীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন-তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান ও তিতাসের কারিগরি দলের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।