ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
সিলেটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট: সিলেটে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গয়নাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন-সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের মোশাহিদ আলী ওরফে পাখি মিয়ার ছেলে জাহেদ হোসেন (৩৭) ও একই উপজেলার ধনপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে রেদওয়ান আহমদ (২৬)।  

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহেদ হোসেন। অপর আরোহী রেদওয়ানকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেচেন।

তিনি জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী গোয়ালাবাজার থেকে তাজপুরের দিকে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের গয়নাঘাট এলাকায় বাসের চাপা একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি পরিমল।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।