ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজারে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নারাপিংয়ের শেরপুর গ্রামের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় বাবার কোলে থাকা শিশু শাহিন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ফলিককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন স্কুলছাত্রী ও চালক আহত হয়েছেন।  

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফলিক তার ছেলেকে নিয়ে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের।  

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও তিনস্কুল ছাত্রী প্রাণে বেঁচে গেলেও বাবা-ছেলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।