ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালুকায় দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত দুই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
ভালুকায় দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত দুই

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকে মালবাহী একটি পিকআপের ধাক্কায় দুই জন নিহত হয়েছে।  

শুক্রবার (৩ মার্চ) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকিস্তান মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুর্ঘটনা কবলিত পিকআপটি দুমড়ে মুছড়ে গেছে।  

নিহতরা হলেন- মাওলানা আব্দুস সাত্তার ও মাওলানা সাজ্জাদ।  

তাদের মধ‍্যে একজনের বাড়ী নেত্রকোনা এবং অপরজন ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।