ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় বোমা বিস্ফোরণে আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
খুলনায় বোমা বিস্ফোরণে আহত ৩ আহতরা

খুলনা: খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) রাত ৯টায় সবুজ পল্লী ঈদগাহ বটতলা সংলগ্ন জুয়েলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনার গিলাতলা এলাকার রহমান দফাদারের ছেলে জহিরুল ইসলাম লাল্টু (৪০), মৃত হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম টেনা (৩৮) ও মো. আশরাফ ওরফে রুস্তমের ছেলে সাগর (৩৫)।

খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত তিন জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আহতরা জুয়েলের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মার্চ ০৪ , ২০২৩
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।