ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে নেশাজাতীয় ট্যাবলেটসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
নীলফামারীতে নেশাজাতীয় ট্যাবলেটসহ গ্রেফতার ২

নীলফামারী: জেলার ডোমার উপজেলায় ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ মার্চ) ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ডোমার পৌরসভা এলাকার চিকনমাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামের সবুজপাড়া এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. হাসেম ইসলাম (২৮) ও চিকনমাটি গ্রামের মধ্য ধনীপাড়া এলাকার মো. শামসুর রহমানের ছেলে মো. জাকির ইসলাম (২৩)।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে পরিচালিত বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।