ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে পাওয়ার টিলার চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
সুবর্ণচরে পাওয়ার টিলার চাপায় শিশু নিহত ফাইল ফটো

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সড়ক পারাপার হতে গিয়ে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় ইসমত আরা আলেয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনার পরপরই গাড়িটি রেখে চালক পালিয়ে গেছে।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থানারহাট-আল আমিন বাজার রুটের মন্তাজ আলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমত আরা আলেয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি দোকানে যাচ্ছিল শিশু ইসমত আরা। বাড়ির সামনে দিয়ে থানারহাট-আল আমিন বাজার রুটের মন্তাজ আলী সড়কটি পার হতে গিয়ে দৌড় দেয় সে। এ সময় থানার হাট থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির পাওয়ার টিলার তাকে ধাক্কা দিলে সড়কের একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। ঘটনার পরপর দ্রুত পালিয়ে যায় চালক।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়িট জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।