ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
বনানীতে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

ঢাকা: রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান (ডিবি) বিভাগ।  

শনিবার (১১ মার্চ) রাতে বনানী থানার মহাখালী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহিম।

রোববার (১২ মার্চ) বিকেলে গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাইফুল ও রহিমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার সাইফুল ও রহিম কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করতো।

তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।