ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৩৮ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার সাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৩৮ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার সাত

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

রোববার (১২ মার্চ) দুপুরে পিবিআই জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডিবি পুলিশের নকল জ্যাকেট ও খেলনা পিস্তলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।  

গ্রেফতাররা হলেন সাইফুল ইসলাম স্বপন (৪৯), নুর ইসলাম (৩৬), মো. রাসেল (৩৫), মো. রতন (৩৬), বাবুল হোসেন (৪৩), শাহরিয়ার মোফাজ্জল (৩১) ও মো. সালাউদ্দিন (২৭)।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, চট্টগ্রামের জুয়েলারি ব্যবসায়ী পরিতোষ চন্দ্র ধর ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি তারিখে রাজধানীর তাঁতিবাজারে তার ব্যবসায়ের ৬০ ভরি স্বর্ণ বিক্রি করে ৩৮ লাখ টাকা পান। এরপর নগদ টাকাগুলো নিয়ে চট্টগ্রামে ফিরে যাওয়ার উদ্দেশ্যে সায়দাবাদ থেকে একটি যাত্রীবাহী বাসে ওঠেন।

বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে পৌঁছালে দুর্ধর্ষ ডাকাত দল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তার ৩৮ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পরিতোষ চন্দ্র ধর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করলে পরবর্তীতে এর তদন্তভার পিবিআইকে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের কয়েকজন সদস্য শনাক্ত হলে গ্রেফতার অভিযান শুরু করে পিবিআই।

গত ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত টানা ১৫ দিন বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

পিবিআই পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের এ সদস্যরা ইতোপূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতি করেছে।

এছাড়া প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন বলেও জানান এ পিবিআই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।