ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেট: সুনামগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে জেলার নতুন জেলখানা সংলগ্ন হালুয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাফিজুল ইসলাম (৩৫) ও হাদিউল ইসলাম কালামী (৩৫)।  

আহতরা হলেন- পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার এসিল্যান্ড অফিসে কর্মচারী মোহাম্মদ মিজান ও অটোরিকশাচালক জগন্নাথপুর উপজেলার বাসিন্দা মোহাম্মদ সইল মিয়া (৫০)। তাদের অবস্থা গুরুতর হওয়াতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

প্রতক্ষদর্শী তাজুল হক ও শফিকুল ইসলাম বলেন, আমরা কাজ করতে টমটম দিয়ে হালুয়ারগাঁও যাচ্ছিলাম। পরে বিকট শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ট্রাকটি সিলেটের উদ্দেশে যাচ্ছিল ও অটোরিকশা সুনামগঞ্জের দিকে আসছিল। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। তাৎক্ষণিকভাবে আমরা এগিয়ে যাই। পরে আহতদের উদ্ধার করে দুজনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যেতে চেষ্টা করলে জনতা তাকে আটক করে।  

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. হাবিব রহমান দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।