ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩ বছরের সাজায় ৯ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
৩ বছরের সাজায় ৯ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি মো. হানিফ খাঁ

নড়াইল: তিন বছরের সাজা থেকে বাঁচতে ৯ বছর পালিয়ে থাকার পর অবশেষে নড়াইলের লোহাগড়া থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো. হানিফ খাঁ (৪০)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে লোহাগড়া থানার পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।

হানিফ জেলার লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত তোরাফ খাঁর ছেলে। সে একটি মাদক মামলায় আদালত কতৃক ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

পুলিশ জানায়, মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে সে দীর্ঘ ৯ বছর ধরে পালিয়ে ছিল। বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

লোহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, সাজাপ্রাপ্ত আসামি হানিফকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া সে নড়াইল সদর ও লোহাগড়া থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।