ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাব বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
সায়েন্সল্যাব বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় জহুর আলী (৫২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৪ শতাংশ দগ্ধ ছিল।

ওই ভবনের তৃতীয় তলায় ফিনিক্স ইন্সুরেন্সের পিয়ন হিসেবে চাকরি করতেন তিনি। এর আগে একই প্রতিষ্ঠানের প্রশাসনিক এক নারী কর্মকর্তা দগ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জহুর আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। বর্তমানে রাজধানীর মিরপুর কল্যাণপুর পাইকপাড়া এলাকায় থাকতেন।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট পাঁচজন মারা গেছেন।  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে স্থানীয় একটি হাসপাতালে তিনজন মারা যান। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া জহুর আলীসহ এ নিয়ে দগ্ধ দুজন বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন।

আরও পড়ুন...
সায়েন্সল্যাব বিস্ফোরণ: দগ্ধ আশা মারা গেছেন

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।