বেনাপোল (যশোর): বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া চার নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারত সরকার তাদের দেশে পাঠায়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া চারজনকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসারা হলেন- পটুয়াখালী জেলার জালাল ফকিরের মেয়ে রুমা আক্তার, তার শিশু কন্যা মেরিনা, নড়াইল জেলার জয়নাল মোল্লার ছেলে তুফান মোল্লা, ফেনি জেলার পবিত্রা রঙ্গণ বস্কের ছেলে সজিব কান্তি বাস্ক।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর কাছে ওই চারজনকে হস্তান্তর করা হবে।
যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে তারা ভারতে পাচার হয়। পরে তাদের ভালো কাজ না দিয়ে জোর করে ঝূঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। গোপন তথ্য পেয়ে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরবর্তীকালে আইনি সহয়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। এবং পরবর্তীকালে দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস