ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৪ হাজার কৃষক পেলেন সার-বীজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
ঝালকাঠিতে ৪ হাজার কৃষক পেলেন সার-বীজ

ঝালকাঠি: সার্বিকভাবে ধান উৎপাদন বাড়াতে ও আউশের আবাদে উদ্বুদ্ধ করতে প্রণোদনা কর্মসূচির আওতায় ঝালকাঠির নলছিটিতে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

প্রণোদনার আওতায় একজন চাষি আউশ ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।

এ সময় সেখানে আরও উপস্থিত ছেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লষ্কর, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলিয়াস হোসেনসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।