বরিশাল: বরিশালের গৌরনদীতে সাংবাদিক ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদস্য পরিচয়ে মিষ্টির দোকানে চাঁদা দাবির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- আল মামুন (৪২), আব্বাস হাওলাদার (৪৪), লিখন মুন্সি (২৬), নাসির উদ্দিন তালুকদার (৪০) ও এমদাদুল হক শেখ (৪২)।
শুক্রবার (২৪ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বাঁকাই বাজারের নাহিদ হাসানের মিষ্টির দোকানে ওই পাঁচ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের ছবি তুলতে শুরু করে। এ সময় দোকান অপরিচ্ছন্ন জানিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হবে বলে ভয়ভীতি দেখাতে থাকে। একই ঘটনা ঘটায় বাজারের মিলন বাড়ৈ ও তাকিফের দোকানে। এ সময় সংবাদ প্রকাশ না করতে চাইলে ৩টি দোকান থেকে দুই হাজার করে মোট ৬ হাজার টাকা দাবি করেন তারা।
এছাড়াও বাজারের আরেক দোকানী তরুলক্ষ নাথ নাগের কাছে নিজেদের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদস্য পরিচয় দিয়ে দোকানসহ বাড়ির কাগজপত্র যাচাই করেন। এ সময় কাগজপত্র সঠিক নেই জানিয়ে তরুলক্ষ নাথ নাগের কাছে ৫ হাজার টাকা দাবি করেন তারা।
ওসি আরও জানান, দোকানীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বাঁকাই বাজারের মিষ্টির দোকানী মো. নাহিদ হাসান বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমএস/এনএস