ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
স্বাধীনতা দিবসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

রোববার (২৬ মার্চ) টুইটারে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

স্বাধীনতা দিবসের বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে দেশটির জাতীয় দিবসে আন্তরিক শুভেচ্ছা। আমাদের বহুমুখী অংশীদারিত্ব ভাগাভাগি ত্যাগের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ সর্বদা ভারতের প্রতিবেশি ফার্স্ট নীতির একটি শক্তিশালী স্তম্ভ।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় উল্লেখ করে, বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের জনগণের সঙ্গে যোগদান করেছে ভারতীয় হাইকমিশন। সঙ্গে সঙ্গে স্মরণ করছে এ জনগণের স্বাধীনতা ও সমৃদ্ধির অন্বেষণে সর্বোচ্চ আত্মত্যাগ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।