ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের -ফাইল ছবি

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে শ্বশুর-জামাইয়ের। সোমবার (২৭ মার্চ) ভোর রাতে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৯) ও তার মেয়ের জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খা গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক দফাদার জানান, তারাবিহ্‌ নামাজ আদায় করে শ্বশুর-জামাই গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় বজ্রপাতে তাদের দুইজনই মারা গেছেন।

তিনি বলেন, ভোর রাতের দিকে নৌকায় শ্বশুর শহিদ বিশ্বাসের ঝলসানো মর‌দেহ পেয়েছেন অন্য জেলেরা। আর সকালে নদীতে অন্য জেলেদের জালে জামাই রাসেলের মর‌দেহ পাওয়া গেছে।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মজিবর রহমান বলেন, ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় উভয়ের মর‌দেহ দাফনের সিদ্বান্ত দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।