ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় চিনি ভর্তি ট্রাক পুকুরে, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
গাইবান্ধায় চিনি ভর্তি ট্রাক পুকুরে, চালক নিহত

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে চিনি ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক আলামিন (৪৫) নিহত হয়েছেন৷

রোরবার (২৬ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে গাইবান্ধা নাকাইহাট সড়কের জুগিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ট্রাকচালক আলামিনের বাড়ি গাজীপুরের কাপাশিয়া উপজেলার দস্যুরায়নপুর গ্রামে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চিনি বোঝাই একটি ট্রাক গাইবান্ধায় আসছিল।

পথে সদরের রামচন্দ্রপুরের জুগিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক আল আমিনের মৃত্যু হয়। তবে ট্রাকে থাকা চালকের সহকারী মাহাবুর সুস্থ রয়েছে৷

সকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে৷ 

তিনি আরও জানান, ট্রাক ভর্তি চিনির বস্তা থাকার কারণে উদ্ধার না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে৷

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।