ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ আলী (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ফেসকচাপড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আশরাফ উপজেলার আড়িয়া ইউনিয়নে মানিকদিপা ফকিরপাড়া এলাকার ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, সকালে আশারাফ তার দুই বন্ধু আফজাল ও শাহিনের সঙ্গে পাশের ফেসকচাপড় গ্রামে যান। সেখানে গিয়ে তিনি তেঁতুল পাড়ার জন্য গাছে উঠেন। এ সময় তেঁতুল গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের লাইনের সঙ্গে সংস্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।