ঢাকা: রাজধানীর কদমতলী থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২৭ মার্চ) বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে রোববার (২৬ মার্চ) রাজধানী কদমতলী থানার নামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৪৮) ও তার সহযোগী মো. বাবু (৩৩)।
র্যাব-১০ এর সিও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতার দিলুকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসজেএ/আরবি