ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বসতঘরে মিললো কলেজছাত্রীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
সিলেটে বসতঘরে মিললো কলেজছাত্রীর মরদেহ

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বসতঘরে মিললো রোজিনা আক্তার রিমা নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ।

সোমবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল নবমখণ্ড গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রোজিনা আক্তার ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিমের মেয়ে ও ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে বসতঘরের ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোজিনার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) এমরুল কবির ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠিয়েছেন। প্রেম সংক্রান্ত কারণে রিমা ‘আত্মহত্যা’ করতে পারেন, এমনটি ধারণা পুলিশ ও স্থানীয়দের।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিকভাবে বলা যাবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।