ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিলসহ মো. জাহাঙ্গীর আলম (৪৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব।

শনিবার (০১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

এর আগে শুক্রবার (৩১ মার্চ) দিনগত গভীর রাতে ৯৪২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর (রিফিউজি পাড়া) গ্রামের মো. কায়েস উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযানিক দল আজমতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে ৯৪২ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীরকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বাংলানিউজকে বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।