ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ দুই চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ দুই চোর আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তামার তারসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (২ এপ্রিল) সকালে কেন্দ্রের সিনপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ১২০ কেজিরও বেশি তামার তার, তার কাটার যন্ত্র ও তিনটি মোবাইল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মোংলার মিঠাখালী এলাকার জালাল শেখের ছেলে মো. মহিদুল শেখ (২৬) ও রামপালের কাদির খোলা এলাকার মনিরুল শেখের ছেলে হাসিবুর শেখ (২৫)। মামলা দায়ের পূর্বক আটককৃতদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটককৃত আটক তারচোরদের নামে মামলা দায়ের করে মালামালসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

এই নিয়ে গত ১১ মাসে ৫৫টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৬৬ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৪৬ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।